টাঙ্গাইলে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিক ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসটি উদযাপনের সূচনা করেন, জেলা প্রশাসক মো. আতাউল গনি।এরপর স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন,তানভীর হাসান ছোট মনির এমপি এবং পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় পুস্পস্তবক অর্পণ করেন।
এর পরই জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল প্রেসক্লাব, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষথেকে পুস্পস্তবক অর্পন করা হয়।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের রুহের মাখফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা শেষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণভোজ বিতরণ করা হয়।
এছাড়াও জেলা শহরের প্রতিটা ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণভোজের আয়োজন করা হয়।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..