প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৭:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২০, ৬:০৫ পি.এম
টাঙ্গাইলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত
টাঙ্গাইলে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিক ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসটি উদযাপনের সূচনা করেন, জেলা প্রশাসক মো. আতাউল গনি।এরপর স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন,তানভীর হাসান ছোট মনির এমপি এবং পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় পুস্পস্তবক অর্পণ করেন।
এর পরই জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল প্রেসক্লাব, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষথেকে পুস্পস্তবক অর্পন করা হয়।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের রুহের মাখফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা শেষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণভোজ বিতরণ করা হয়।
এছাড়াও জেলা শহরের প্রতিটা ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণভোজের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy