প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৬:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২১, ১২:৪২ এ.এম
টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩টি অবৈধ কয়লার চুল্লী ধ্বংস

নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধই হচ্ছেনা অবৈধ কয়লার চুল্লীর ব্যবসা। একের পর এক অবৈধ কয়লার চুল্লী ধ্বংস করার পরও অসাধু ব্যবসায়ীরা জায়গায় পরিবর্তন করে বিভিন্ন কৌশলে কয়লার ব্যবসা চালিয়ে আসছে।
(০৮ই মার্চ) সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সারাদিন ব্যাপী টাঙ্গাইলের মির্জাপুরের আজগানা ইউনিয়নের মহিষবাতানে পালের টেঁকিতে অভিযান পরিচালনা করে আরও ১৩ টি অবৈধ কয়লার চুল্লী ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।বিচারক নির্বাহী মাজিস্ট্রেট জুবায়ের হোসেন দিনব্যাপী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এর আগে গত ১৬ জানুয়ারী একই ইউনিয়নের মহিষবাতান গ্রামে অভিযান পরিচালনা করে ৪ টি অবৈধ কয়লার চুল্লী ধ্বংস করা হয়। তারপরও থেমে নেই অবৈধ কয়লা ব্যবসায়ীর এই অসাধু চক্রটি। প্রসাশনের উপস্থিতি টের পেয়ে আগেই সেখান থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আইনের আওতায় আনা যায় নি এবং কোন জরিমানাও করা হয়নি। তবে ফাঁয়ার সার্ভিস ও থানা পুলিশের সহযোগিতায় ভেঁকুর মাধ্যমে ১৩ টি অবৈধ কয়লার চুল্লী প্রায় (৮-১০) লক্ষ টাকার কয়লা ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, আজগানা ইউনিয়নের মহিষবাতানে পালের টেঁকিতে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে জেল জরিমানা করা হয়নি। তিনি আরো বলেন,পরিবেশ রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তা আপনারা দেখছেন। মির্জাপুরের মানুষের স্বার্থে অফিস টাইম ছাড়াও আমি রাতেও অভিযান পরিচালনা করছি এবং তাদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy