শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর পূর্ব পাশে জেগে ওঠা চরে গড়ে উঠছে অর্থনৈতিক অঞ্চল। এতে করে শুধু টাঙ্গাইল নয়, সিরাজগঞ্জসহ আশপাশের এলাকায় শিল্প-বাণিজ্যের সম্ভাবনার ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। এ অর্থনৈতিক অঞ্চলকে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন টাঙ্গাইলবাসী।বিশেষ করে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ভূমিকা প্রশংসনীয়।প্রকল্পটি বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এ সাংসদ।
ভূঞাপুর উপজেলার পলশিয়া, দোভায়া,কোনাবাড়ী, পাটিতাপাড়া,নাগরগাতী, ভালকুটিয়া,কষ্টাপাড়া এবং খানুরবাড়ী এলাকা নিয়ে ১ হাজার ৭৫৯.৮২ একর জমিতে গড়ে উঠবে এ অর্থনৈতিক অঞ্চল।যার ফলে কর্মসংস্থান হবে হাজার হাজার মানুষের। এছাড়াও বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন ও বঙ্গবন্ধু সেতুর নিকটবর্তী হওয়ায় টাঙ্গাইলসহ পার্শ্ববর্তী জেলাসমূহের ব্যাপক উন্নয়ন সাধিত হবে।এতে করে একদিকে যেমন যমুনার ভাঙনের হাত থেকে রক্ষা পাবে সেতু পূর্বপাড়ের প্রায় ১৫ কিলোমিটার এলাকার ফসলি জমি ও বসতভিটা পাশাপাশি সুযোগ সৃষ্টি হবে পর্যটন শিল্পেরও।