প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৭:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২১, ৯:২৬ পি.এম
টাঙ্গাইলে যৌতুক মামলায় পুলিশ সদস্য কারাগারে
শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইলে যৌতুক মামলায় এক পুলিশ সদস্যকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
বৃহস্পতিবার (১১ মার্চ) জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সদর থানা আমলী আদালতের বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত পুলিশ সদস্যের নাম জাফর ইকবাল। তিনি ময়মনসিংহ পুলিশ লাইন্সে নায়েক পদে কর্মরত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়,টাঙ্গাইল সদর উপজেলার হুগড়ার আনুহলার ভাঙ্গাবাড়ী গ্রামের আব্দুস সামাদ সরকার এর মেয়ে সোনিয়া আক্তারের সাথে একই এলাকার মকবুল হোসেনের ছেলে পুলিশ সদস্য জাফর ইকবাল এর সাথে ২০১৪ সালের ২ জানুয়ারী বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় মারধরের ঘটনাও ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্য মাদক সেবন করেন বলেও মামলায় উল্লেখ করেছেন তার স্ত্রী।
এছাড়া অভিযুক্ত পুলিশ সদস্য তার ব্যক্তিগত মোবাইল থেকে স্ত্রীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর পাশাপাশি বিবাহ বিচ্ছেদ ও সন্তানের ভরণ পোষণ না করার হুমকি দেয়।পরে ২০২০ সালের ২১ ডিসেম্বর জাফর ইকবাল এর স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় আদালতে এ মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সদর থানা আমলী আদালতের বিচারক এ মামলার শুনানি শেষে আসামী পুলিশ সদস্য জাফর ইকবালকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy