প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ১০:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২১, ৬:৪৯ পি.এম
টাঙ্গাইলে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইলে বাংলা ট্রিবিউন এর টাঙ্গাইল প্রতিনিধি সাংবাদিক এনায়েত করিম বিজয় এর উপর বর্বোরচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে টাঙ্গাইল প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।
আজ (৮ ফেব্রুয়ারি)সোমবার বেলা ১১ টায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন,প্রেস ক্লাবের সদস্য সহ টাঙ্গাইল জেলা এবং উপজেলার প্রিন্ট,ইলেক্ট্রনিক ও অনলাইন নিউজ মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় উপস্থিত সাংবাদিকবৃন্দ টাঙ্গাইলসহ সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন ও হামলা-মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন।
এবিষয়ে টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ বলেন,অনিয়ম,দূর্নীতিসহ সমাজের সকল প্রকার অসংগতি তুলে ধরে সাংবাদিকরা। কিন্তু আজ এই ভাবে পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক বিজয়ের মতো অনেক সাংবাদিক কে বিভিন্ন জায়গায় হামলা মামলার শিকার হতে হচ্ছ যা সমাজের জন্য কখনোই শুভ নয়।অনতিবিলম্বে হামলাকারীরদের গ্রেফতার করে কঠোর শাস্তির নিশ্চিত করতে হবে,অন্যথায় সাংবাদিকবৃন্দ কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবেন বলেও তিনি ব্যক্ত করেন।
এসময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন,টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকেরুল মাওলা,সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ,একুশে টিভির জেলা প্রতিনিধি কাজী রিপন,জাতীয় ইংরেজি দৈনিক পত্রিকার নিউ এইজের জেলা প্রতিনিধি হাবিব খান প্রমুখ।
উল্লেখ্য,টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।তারই জের ধরে ৭ই ফেব্রুয়ারি সকালে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের উপস্থিতেই দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়।এসময় পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক এনায়েত করিম বিজয়ের উপর বর্বোরচিত হামলা চালায় চেয়ারম্যান পক্ষের লোকজন। এসময় এলাকাবাসী আহত সাংবাদিক বিজয় কে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy