প্রিন্ট এর তারিখঃ মার্চ ১১, ২০২৫, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২১, ২:২৫ এ.এম
টাঙ্গাইলে ১০ ডাক্তার ও ৩৯ নার্সহ ২৯০ জন করোনা আক্রান্ত,৫ জনের মৃত্যু

টাঙ্গাইলে ১০ ডাক্তার ও ৩৯ নার্সহ ২৯০ জন করোনা আক্রান্ত,৫ জনের মৃত্যু
শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ৫ জন ডাক্তার,বিভিন্ন উপজেলার আরো ৫ জন ডাক্তার ও ৩৯ জন নার্সসহ একদিনে ২৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়,৭১৭ জনের নমুনা পরীক্ষা করে ২৯০ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৪০ দশমিক ৪৪ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৮৬৫। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৫০ জন। এছাড়া ১ থেকে ৯ জুলাই পর্যন্ত মৃত্যু হয়েছে ৭২ জনের।
গত জুন মাস থেকে টাঙ্গাইলে করোনা আক্রান্তদের সংখ্যা বাড়তে থাকে। ১২ জুন থেকে আক্রান্তের হার ৩০ শতাংশ ছাড়িয়ে যায়। মাঝে ২৫ ও ২৬ জুন আক্রান্তের হার ২৫ শতাংশের নিচে থাকলেও পরে তা আবার বেড়ে যায়। জুলাই মাস থেকে আক্রান্তের হার ৪০ শতাংশের উপরে রয়েছে বলে সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্য মতে জানা গেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy