নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলে একটি প্রাইভেটকারের ভিতর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন র্যাব-১২ সিপিসি-৩। এ সময় চালকসহ তিনজন প্রাইভেটকার রেখে কৌশলে পালিয়ে যায় ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় গোলচত্ত্বর এলাকা থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (১১ নভেম্বর) র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রওশন আলী প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর একটি আভিযানিক দল জেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় গোলচত্ত্বর এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার রেখে চালকসহ তিনজন পালিয়ে যায়। এসময় প্রাইভেটকারের ভিতর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় প্রাইভেটকার।
তিনি আরো জানান, পালিয়ে যাওয়া তিন ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। র্যাবের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..