নিজেস্ব প্রতিনিধি
টাঙ্গাইল জেলায় বিভিন্ন হাট বাজারে নকল ব্র্যান্ডরোল ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাকি দিচ্ছে কিছু স্থানীয় বিড়ি কোম্পানী।
মির্জাপুর থানার ওসির নির্দেশে এস আই দিপুর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল অবৈধ নকল ব্র্যান্ডরোল ডালিম বিড়ি, মন্টু বিড়ি, ফুল বিড়ি, মোটর বিড়ি, লাখী বিড়ি সহ অন্যান্য বিড়ির বিরুদ্ধে মির্জাপুরের খাগুটিয়া, মির্জাপুর বাজারে অভিযান পরিচালনা করে ১ লক্ষ ৭২ হাজার বিড়ি জব্দ করে এবং ১ জন ডিলার সহ ৩ জনকে হাতেনাতে আটক করে থানা হাজতে প্রেরন করে।
উল্লেখ্য বর্তমান বাজেটে সরকার ১টি ব্র্যান্ডরোল ৯টা ০৯ পয়সা নির্ধারণ করে এবং ১৮ টাকার নিচে কোন বিড়ি বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। কিন্তু স্থানীয় কিছু কোম্পানী নকল ব্র্যান্ডরোল প্রেস থেকে তৈরী করে ৯/১০ টাকায় ১প্যাকেট বিড়ি বিক্রি করছে এতে করে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। মির্জাপুর থানার অফিচার্জ ইনচার্জ সায়েদুর রহমান বলেন, নকল ব্র্যান্ডরোল ব্যবহার করে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। সরকারের রাজস্ব বাড়াতে আমি আপনি আমরা তৎপর রয়েছি। সেই সাথে, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট অধিদপ্তর কে আইনগত ব্যবস্থা নিয়ে অবৈধ ব্রান্ড রোল যুক্ত কমদামি বিড়ি উচ্ছেদের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার পরামর্শ দেন।