টাঙ্গইল জেলা পুলিশের জুলাই/২০২০ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (২৩শে আগষ্ট)বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম ,পুলিশ সুপার, টাঙ্গাইল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অপরাধ সভায়,টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি
জেলার গোয়েন্দা কার্যক্রম সহ নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যেমে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম সহ নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যেমে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয় সহ বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করা হয়।এছাড়াও জেলার পুলিশ কর্মকর্তাগন তাদের বক্তব্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের মতামত এবং সমস্যা গুলো তুলে ধরেন।
সভার সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায়,দেশে করোনা এবং বন্যার সংকট কালীন সময়ে দ্বায়িত্বশীলতার সাথে কাজ করার জন্য টাঙ্গাইল জেলা পুলিশের সকল সদস্যদের ধন্যবাদ জানান।পাশাপাশি ভবিষ্যতেও যেন এর ধারাবাহিকতা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য,টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায়ের সুযোগ্য নির্দেশনায় টাঙ্গাইল জেলা পুলিশ,টাঙ্গাইল বাসীর আস্হার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে।করোনা কলীন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা সহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমেও হয়েছেন প্রশংসিত।এছাড়াও বিগত সময়ে সংগঠিত বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যা মামলা সহ বিভিন্ন ক্লু হীন মামলার তথ্য উদঘাটনের মধ্য দিয়ে তাদের নিষ্ঠা এবং কর্মদক্ষতার প্রমানও রেখে চলেছেন প্রতিনিয়ত।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..