শহিদুল ইসলাম সোহেল,স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) সাইদুল ইসলাম কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার প্রাপ্ত তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনাভাইরাসের সংক্রমণ পজিটিভ এসেছে।ইউএনও সাইদুল ইসলাম এবং টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেন।
সাইদুল ইসলাম জানান, কয়েক দিন আগে তিনি জ্বরে আক্রান্ত হন। পরে গত মঙ্গলবার পরীক্ষার জন্য নমুনা দেন। এখন তিনি বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, সাইদুল ইসলাম করোনা প্রাদুর্ভাবের শুরুতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা ছিলেন। সেখানে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আলোচিত হন। তাঁর উদ্যোগে কৃষকদের ধান কেটে দেওয়া, মৃত ব্যক্তিদের দাফনসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়।
গত ২৭ জুলাই সোনারগাঁ থেকে বদলি হয়ে তিনি টাঙ্গাইল সদর উপজেলায় যোগ দেন। যোগ দেওয়ার পর থেকেই তিনি করোনা প্রতিরোধে মাঠে ছিলেন সক্রিয়।গত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শহরের কান্দাপাড়া যৌনপল্লীর তিন শতাধিক শিশুর মাঝে শিশুখাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেন তিনি।
টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়,এর আগে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি সপরিবারে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাগরপুরের সহকারী কমিশনারসহ (ভূমি)সহ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনায় সংক্রমিত হয়েছেন।আজ বৃহস্পতিবার গতকালের প্রেরিত ১৬৪টি নমুনার মধ্যে ১৬২টি ফলাফল পাওয়া যায়,যেখানে নতুন আক্রান্ত হয়েছে ৪১ জন।এপর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২২০ জনে দাঁড়িয়েছে এবং মৃত্যু হেয়েছে ৩৬ জনের।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy