টাঙ্গাইল শহরের পৌর এলাকার থানাপাড়া এলাকা থেকে সন্দ্বীপ সাহা (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে ওই এলাকার একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ। সন্দ্বীপ একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এক ব্যক্তি সকালে সন্দ্বীপকে ওই পুকুরপাড়ে পড়ে থাকতে দেখে।পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে পুলিশ লাশ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বড় ভাই সুদীপ সাহা জানান, ভোরের দিকে বাড়ি থেকে বের হন ছোট ভাই সন্দ্বীপ।এরপর আর বাড়িতে ফিরে আসেননি।তারপর সে স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পেয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করার বিষয়টি নিশ্চিত করেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, সন্দ্বীপ মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। মৃতের পরিবার আবেদন জানালে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply