প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৭:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২১, ২:২৪ পি.এম
টানা তৃতীয়বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির

টানা তৃতীয়বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
Facebook Twitter share
কুড়িগ্রাম জেলা পুলিশে টানা তৃতীয়বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির।
শনিবার দুপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবিরকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
Surjodoy.com
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির এ প্রতিবেদককে জানান, তিনি জনগণের জন্য কাজ করেই মানুষের মাঝে বেঁচে থাকতে চান। সরকারের মূল্যায়নে তিনি তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় তিনি পুলিশ সুপার ও মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সহযোগিদেরও ধন্যবাদ জানান।
The Daily surjodoy
প্রসঙ্গত, ওসি ইমতিয়াজ কবির উলিপুরে যোগদানের পর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি এবং অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছেন। তিনি পুলিশ বিভাগের ভার্বমুতি উজ্জ্বল করেন। যার ফলে বার-বার শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে যাচ্ছেন। আবারো তৃতীয় বারের মত কৃতিত্বের স্বাক্ষরে নিজের নাম লিখালেন পুলিশের এই কর্মকর্তা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy