টানা তৃতীয় দিনের মতন ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ; মামলায় গ্রেফতার-২
বিশেষ প্রতিনিধিঃ
Facebook Twitter share
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনকে পুনর্বহালের দাবীতে টানা তৃতীয় দিনের মতন ইউনিয়ন পরিষদের প্রতিটি কক্ষে তালা লাগিয়ে, গত রোববার (৬ জুন) থেকে অবস্থান কর্মসূচী পালন করছে, বরখাস্ত হওয়া চেয়ারম্যানের কিছু সংখ্যক অনুসারী। অবৈধ জনতা দলবদ্ধ হয়ে ইউনিয়ন পরিষদে অনধিকার প্রবেশ, সরকারি কর্মচারীদের উপর আক্রমণ, সরকারি কাজে বাঁধা প্রদান, চুরি, ভয়ভীতি প্রদর্শনসহ হুকুমদানের অপরাধে, উক্ত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাদি হয়ে, সোমবার (৭ জুন) ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করলে, সে রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।
Surjodoy.com
ভূরুঙ্গামারী থানার মামলা নং-৬, তারিখ- ০৭/০৬/২০২১ইং-এ উক্ত দায়েরকৃত মামলার ১৪৩, ৪৪৮, ১৮৬, ৩৫৩, ৩৭৯, ৫০৬ এবং ১১৮ ধারায়, বহিস্কারকৃত চেয়ারম্যান মাহমুদুর রহমানসহ ৩৫ জনকে আসামী করা হয়। সোমবার (৭ জুন) রাতেই পুলিশি অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের, ৪ নং ওয়ার্ডের, দেওয়ানের খামার গ্রামের জয়নাল আলী (৩২) ও আব্দুল কাদের (৫৫)।
The Daily surjodoy
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন উক্ত মামলা দায়ের এবং সেই মামলায় দুইজন গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
The Daily surjodoy
উল্লেখ্য যে, গত রবিবার (৬ জুন) প্রায় ২০০ জন নারী-পুরুষ ঝাড়ু ও লাঠি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ঘেরাও করে। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এবং ভূরুঙ্গামারী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে বুঝিয়ে বাসভবনের সামন থেকে সরিয়ে দেয়। পরে তারা সরে গিয়ে ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয় ও বহিস্কারকৃত চেয়ারম্যান মাহমুদুর রহমানের কিছুসংখ্যক অনুসারী ৫নং সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।
The Daily surjodoy
বিভিন্ন অনিয়মের অভিযোগে এবং ফৌজদারী অপরাধে কারাগারে থাকায়, গত ১৭ জানুয়ারি ২০২১ইং, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আবু জাফর রিপন কর্তৃক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের (স্থানীয় সরকার বিভাগ, স্বারক নং- ৪৬.৪৯০০.০১৭.২৭.০০৪.২০২১-৪৩) মাধ্যমে, ভূরুঙ্গামারী উপজেলার ৫নং সদর ইউনিয়নের, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম মাহমুদুর রহমান রোজেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
The Daily surjodoy
সাময়িক বরখাস্তের এই আদেশকে চ্যালেঞ্জ করে, মাহমুদুর রহমান রোজেন মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করলে, গত ৪ মে ২০২১ইং তারিখে, মহামান্য হাইকোর্ট বরখাস্তের আদেশকে ৬ মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। এই স্থগিতাদেশের কারণে মাহমুদর রহমান রোজেন নিজেকে চেয়ারম্যান হিসেবে দাবী করেন এবং তিনি তার অনুসারীদেরকে নিয়ে ইউনিয়ন পরিষদ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন; সেই সাথে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার উপরও চাপ প্রয়োগ করে আসছেন।
The Daily surjodoy
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা জানান, উক্ত চেয়ারম্যানকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িকভাবে বরখাস্ত করেছে। তাই, তাকে পুর্নবহাল করবেও ঐ একই মন্ত্রণালয়। আমরা এখন পর্যন্ত বহিষ্কার হওয়া চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনের পুনর্বহালের কোন চিঠি মন্ত্রণালয় থেকে পাইনি।
The Daily surjodoy
৫নং ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাময়িক বহিষ্কার হওয়া চেয়ারম্যানের বহিষ্কারের ফলে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন আনিছুর রহমান। তিনি জানান, কিছু ব্যক্তি ইউনিয়ন পরিষদের প্রতিটি কক্ষে তালা দিয়ে অবস্থান নেয়ায়, ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম গত তিনদিন ধরে বন্ধ রয়েছে। তিনি আরও জানান, গত বৃহস্পতিবার (৩ জুন) বরখাস্তকৃত চেয়াম্যানের নির্দেশে, কিছু ব্যক্তি ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে সবাইকে উত্তক্ত করে, সরকারি কাজে বাঁধা প্রদান করে, বিভিন্ন ভয়ভীতি দেখায় এবং সচিবকে রুম থেকে বের করে দিয়ে, ব্যবহৃত ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে যায়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানানো হয়।
The Daily surjodoy
অপরদিকে, মাহমুদুর রহমান রোজেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তিনি ফোন রিসিভ করেননি। এদিকে, গত তিনদিন থেকে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম বন্ধ থাকায়, ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সাধারণ জনগণ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy