মোঃ জুবায়ের
আজ (২৩ জুলাই) মধ্যরাত থেকে উঠে যাচ্ছে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা। টানা ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকার আজ থেকে জেলেরা মাছ ধরতে যেতে পারবেন সাগরে। প্রজনন মৌসুমে মাছসহ বিভিন্ন মূল্যবান প্রাণিজসম্পদ রক্ষার পাশাপাশি দেশের মৎস ভাণ্ডার বাড়াতে দীর্ঘসময় মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞারোপের সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। এর পরিপ্রক্ষিতে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করা হয়। যা শেষ হচ্ছে আজ মধ্যরাতে।
দীর্ঘদিন কর্মহীন অবস্থায় থাকার পর এ নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জেলেপাড়ায় আবারও ফিরেছে প্রাণচাঞ্চল্য। মধ্যরাতের পর সাগরে জাল নামানোর প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রাম উপকূলের কয়েক লাখ জেলে। দীর্ঘদিন বঙ্গোপসাগর থেকে মাছ আহরণ বন্ধ থাকায় এবার বেশি মাছ পাবেন বলে আশাবাদী জেলেরা।
সাগরে মাছ ধরা বন্ধ থাকায় দীর্ঘ দু’মাস ধরে আর্থিক অভাব-অনটনের মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে জেলেদের। সরকারী নিষেধাজ্ঞা মেনে দেশের জেলেরা সাগরে মাছ ধরা বন্ধ রাখলেও নিষেধাজ্ঞাকালীন সময়ে পার্শ্ববর্তী দেশ ভারতের জেলেরা বাংলাদেশের জলসীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেন স্থানীয় জেলেরা। তবে দীর্ঘসময় নিষেধাজ্ঞার পর সব দুঃখ ছাপিয়ে জেলে পাড়ায় প্রাণ চাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
প্রসঙ্গত, প্রজনন মৌসুমে দেশের মৎস ভাণ্ডার বাড়াতে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করা হয়। যা শেষ হচ্ছে আজ মধ্যরাতে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy