লন্ডন থেকে জমির উদ্দিন সুমন :
হাজার হাজার বাসিন্দাদের মতো আমাদের লোকাল হিরো মি. দবিরুল ইসলামও কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। গত বছর রামাদান মাসে রোজা রেখে তিনি তাঁর বাসার বাগানে ১০০ বার প্রদক্ষিণ করার চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং করোনাভাইরাস মহামারীতে মানুষের সেবায় নিবেদিত দাতব্য সংস্থাগুলোর জন্য ২ লাখ ২৯ হাজার পাউন্ড সংগ্রহ করেন।এনএইচএস এর কাছ থেকে টিকা নেয়ার অফার পাওয়ার পর তা গ্রহণ করার জন্য মি. দবিরুল ইসলাম চৌধুরী ওবিই এখন সবাইকে অনুরোধ করছেন।
টাওয়ার হ্যামলেটসে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ টিকা নিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন প্রবীণদের কেয়ার হোমের স্টাফ ও বাসিন্দা, আশি কিংবা তদোর্ধ বয়সী এবং ফ্রন্টলাইন হেলথ এন্ড সোশ্যাল কেয়ার ওয়ার্কারগণ।ভ্যাকসিন নেয়ার জন্য যখন আপনার সময় আসবে, তখন এনএইচএস এর পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। তবে তৈরী থাকুন এবং ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত জেনে রাখুন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy