নিজস্ব প্রতিবেদক: টিকিটের জন্য কারওয়ানবাজারে সৌদিয়া এয়ারলাইন্স ও মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাউন্টারের সামনে আজও ভিড় করেছেন সৌদি প্রবাসীরা। তাদের বেশিরভাগই টোকেনধারী। সৌদিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, পহেলা অক্টোবর থেকে দেয়া হবে নতুন টোকেন।
আজ ৫০০ থেকে ৮৫০ পর্যন্ত টোকেনধারীরা টিকিট পাচ্ছেন। টিকিটের জন্য ভোর থেকেই ভিড় জমান তারা। প্রবাসীরা বলছেন, আকামার মেয়াদ বাড়ানোয় তারা কিছুটা নিশ্চিত রয়েছেন। তবে, ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। সিরিয়াল অনুসারে আসন বরাদ্দের দাবি জানিয়েছেন তারা।
টিকিট যাতে সিন্ডিকেটের হাতে না পড়ে, সে বিষয়ে বিশেষ নজর রাখার দাবিও জানান তারা। তবে অনেকে টোকেন না পেয়ে হতাশা নিয়ে ফিরে যাচ্ছে। এজেন্সির মাধ্যমে নয়, সিরিয়াল অনুযায়ী টিকিট দেয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy