
নিজস্ব প্রতিবেদক
টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯টি এসবিবিএল ও ১টি ওয়ানশুটারগানসহ ২ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাবের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
আটকরা হলেন- টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্প ২৬ নং ব্লকের মৃত আমির হোসেনের ছেলে সৈয়দ হোসেন এবং মুছনি রোহিঙ্গা ক্যাম্প সি ব্লকের আজিজুল হকের ছেলে বদিউল আলম।
শেখ সাদী জানান, টেকনাফের দমদমিয়া গ্রামের উমরখাল ব্রিজ সংলগ্ন নূর হাসেমের বাড়ির সামনে রাস্তার ওপর অস্ত্রসহ অবস্থান করছে সন্ত্রাসীরা এমন খবরে র্যাব-১৫ এর একটি দল অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুটি বস্তা ফেলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে দু’জনকে আটক করা হয়।
পরে বস্তাটি জব্দ করে তা খুলে ৯টি এসবিবিএল এবং ১টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে দীর্ঘদিন ধরে সুকৌশলে অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ করে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে বিক্রয়সহ নিজেদের হেফাজতে রেখে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে
এ জাতীয় আরো খবর..
Leave a Reply