প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ৯:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২১, ১০:৫৪ পি.এম
টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত আটক
সোমেন সরকার নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালীর পাহাড়ি এলাকা থেকে ৫টি আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।আটকরা হলেন-
কামাল হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২০) ও কালামিয়ার ছেলে মো. ঈসমাইল (২৫)। তারা দুজনই হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালীর জুম্মাপাড়ার বাসিন্দা।সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে একটার দিকে এ তথ্য জানিয়েছে র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মো. শেখ সাদী।
তিনি জানান, রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে রঙ্গীখালীর জুম্মাপাড়ার পাহাড়ি এলাকায় অস্ত্রসহ একদল ডাকাতের অবস্থানের খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়।
এসময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৭-৮ জন ডাকাত পালানোর চেষ্টাকালে ২ জনকে আটক করা সম্ভব হয়। ঘটনাস্থলে একটি এসবিএল বন্দুক, চারটি ওয়ানশুটারগান পাওয়া যায়।
তিনি জানান, আটকরা রোহিঙ্গা ক্যাম্পে কেন্দ্রিক ডাকাত দল ফরিদুল আলম গ্রুপের সদস্য। এ গ্রুপটি ডাকাতি, খুন, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধের সাথে জড়িত।
আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy