সোমেন সরকার
কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়, ১৪ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির জওয়ানেরা মাদক পাচারের সংবাদ পেয়ে বিশেষ টহল দল নিয়ে নাফনদীর মধ্যবর্তী জইল্যাদিয়া দ্বীপে কৌশলী অবস্থান নেয়।
কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি ২টি বস্তা কাঁধে করে আসলে বিজিবি জওয়ানেরা ধাওয়া করে বস্তাসহ চট্টগ্রাম জেলার পটিয়া থানার শেয়ারী পাড়ার মৃত আব্দুস শুক্কুরের পুত্র মোঃ সাবের (২৬) এবং জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের মোঃ আলী আহমদের পুত্র মোঃ করিম মোল্লাহ (২১) প্রকাশ করিমকে আটক করে ব্যাটালিয়ন সদরে নিয়ে যায়। বস্তা ২টি গণনা করে ২ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যমানের ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy