আসমা আহমেদ : আগামী পহেলা সেপ্টেম্বর থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ট্যাক্সের পরিধি বাড়াতে চিরুনি অভিযান শুরু করার ঘোষণা দিলেন মেয়র আতিক। এ ব্যাপার উত্তরের সকল কাউন্সিলর নিরলসভাবে কাজ করবেন এমনটাই আশা করছেন তিনি। তিনি বলেন মশা দমনে আমরা যেভাবে চিরুনি অভিযান চালাচ্ছি, সেভাবেই ট্যাক্সের পরিধি বাড়াতে চিরুনি অভিযান শুরু করব পহেলা সেপ্টেম্বর থেকে। মেয়র আরো বলেন, মশার ঔষধ আমদানীতে শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় ছিল। স্থানীয় সরকার মন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে মশার ঔষধ আমদানী করতেছি। চলতি মাসেই ঔষধ এসে পৌঁছাবে। মেয়র বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দরিদ্র ও গৃহহীন সিটি কর্পোরেশনের বর্জ্য পরিচ্ছন্ন কর্মীদের জন্য প্রায় পাঁচ শত ফ্ল্যাট তৈরি করা হচ্ছে। আগামী বছর তাদের ফ্লাট বুঝিয়ে দেয়া হবে। বুধবার দুপুরে রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য এক দিনের মধ্যে পরিচ্ছন্ন করতে পারায় উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা আঞ্চলিক কার্যালয় অধিনে সকল পরিচ্ছন্নতা কর্মীদের ধন্যবাদ প্রদান ও আপ্যায়ন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উত্তরা আঞ্চলিক কমর্কর্তা জুলকার নায়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, শরিফুর রহমান, আব্দুল মোতালেব,শফিকুল ইসলাম,জয়নাল আবেদিন , ফরিদ আহমেদ, যুবরাজ,নাঈম বেপারীসহ অন্যান্য সকল কাউন্সিলর,মহিলা কাউন্সিল ও স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।