রংপুর ব্যুরো:
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলাধীন ১১নং পাঁচগাছী ইউনিয়নের চেয়ারম্যান বাবলু মিয়া তার ইউনিয়নে ঘোষণা করেছেন, যারা ইউনিয়ন পরিষদের ট্যাস্ক পরিশোধ করবে তারাই টিসিবির পণ্য পাবে। এই আকস্মিক ঘোষণা নিয়ে বিপাকে পড়েছেন ইউনিয়নের দুঃস্থ ও গরিব জনসাধারণ। চেয়ারম্যানের এই নির্দেশ কীভাবে কোত্থেকে আসল? এটি কী নতুন কোন আইন পাশ হলো কি না? তারা এ ব্যাপারে কিছুই জানেন না।
১৫ মার্চ বুধবার পীরগঞ্জ উপজেলার ১১নং পাঁচগাছী ইউনিয়নে কার্ডধারীদের মধ্যে সোয়াবিন তেল, ছোলা, চিনি, মশুর ডাল দেয়া হচ্ছে। নিত্য পণ্যের ঊর্ধ্বগতির এই সময় টিসিবির পণ্য, সাধারণ মানুষের জন্য খানিকটা স্বস্তির বিষয় হলেও, ট্যাস্ক আদায়ের বাড়তি চাপ অনেকটাই ‘মরার উপর খাঁড়ার ঘা’! যদিও টিসিবির পণ্য ক্রয়ের সাথে ট্যাস্ক আদায়ের কোন সম্পর্ক নেই! তার পরেও চেয়ারম্যান বাবলু মিয়া এই ঘোষণা কেন দিলেন? এমন প্রশ্নের জবাবে বাবলু মিয়া বলেন, তার ইউনিয়নের লোকজন ট্যাস্ক দিতে চায় না। ডিসি স্যার, ডিডিএলজি স্যারের চাপ আছে, তাই এই ঘোষণা তিনি দিয়েছেন। আসলে চেয়ারম্যান এই ধরনের ঘোষণা দিতে পারেন কী না? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু তদন্ত করে দেখবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে অভিজ্ঞমহল মনে করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy