জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরোপ্রধান খুলনাঃ
খুলনা জেলার খানজাহান আলী থানাধীন মীর বাড়ি সংলগ্ন লিন্ডা ক্লিনিকের পাশে খুলনাগামী যশোর ট-১১৪৪১ ট্রাকটির সাথে যশোহর থেকে আসা মোটরসাইকে থাকা যুবকটির সংঘর্ষ হলে ডান পা টি ভেঙে যায়। প্রত্যক্ষদর্শী ও ট্রাক ড্রাইভার বদরুজ্জামান খোকন এর সহায়তায় মোটরসাইকেল আরোহী আক্তারুজ্জামান সুমণ (১৮) কে ধরাধরি করে লিন্ডা ক্লিনিকে ভর্তি করে। রোগীর অবস্থার অবনতি হলে তাকে তৎক্ষণাৎ খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।
রবিবার সকাল ৯টা ৫০ মিনিটের সময় শিরোমনি লিন্ডা ক্লিনিকের সামনে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায় ।
ট্রাক ড্রাইভার বদরুজ্জামান খোকন এর গ্রাম চেঙ্গুটিয়, থানা-অভয়নগর জেলা - যশোর। মোটরসাইকেল আরোহী আক্তারুজ্জামান সুমণ পিতা- রফিকুল ইসলা। তার পিতা শিরোমনি হুগলি বিস্কুট কোম্পানিতে সিকিউরিটি পদে কর্মরত আছেন । গ্রাম- কয়রা,থানা- কয়রা,জেলা- খুলনা। শিরোমনির দিশারী ক্লাবের পাশে আইয়ুব আলীর বাড়ির ভাড়াটিয়া। প্রত্যক্ষদর্শী ইসমাইল হোসেন রানা জানান সকাল ৯.৫০ মিনিটের সময় যশোর ট-১১৪৪১ ট্রাকটি শিরোমনি লিন্ডা ক্লিনিকের সামনে পৌঁছালে বিপরীত দিকে আসা মোটরসাইকেল আরোহী আকতার উজ জামান সুমন রাস্তা পার হতে গেলে মুহূর্তেই
দুর্ঘটনাটি ঘটে। তার ডান পা টি ভেঙ্গে যায়, খবর পেয়ে মুহূর্তেই খানজাহান আলী থানার এ এস আই রেজোয়ান তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়,খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেন এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন এজাহার হয়নি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy