প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ১১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২১, ২:৪১ এ.এম
ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু

ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু
বিশেষ প্রতিনিধিঃ- শ্রী বিরেন চন্দ্র দাস
Facebook Twitter share
দিনাজপুরের হাকিমপুর বাংলা হিলিতে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটীগামী রূপসা ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪২) নামে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে।
Surjodoy.com
বুধবার (৯ জুন) বিকেলে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গী আলম রাজশাহীর সদর উপজেলার দাসপুকুর গ্রামের মৃত আরমান আলীর ছেলে।
The Daily surjodoy
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার হিলি রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের স্লিপারের কাজ শেষে দুপুরে খাবার খেতে যাওয়ার পথে রেললাইনের পার হচ্ছিলেন জাহাঙ্গীর। এসময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী রূপসা ট্রেনের ধাক্কা লেগে লাইনের পড়ে যান তিনি।
The Daily surjodoy
পরে তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
The Daily surjodoy
এবিষয়ে হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীনেস বাবু বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy