রাজশাহী প্রতিনিধি:-
চলন্ত আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে সন্তান প্রসব করেন এক মহিলা। তার সন্তান প্রসবের সহযোগিতা করেন নবীন সার্জনসহ ট্রেনে যাত্রী রেলওয়ের রানিং স্টাফ গন।
১৯ সেপ্টেম্বর রেলওয়ে পশ্চিম রাজশাহীর মহাব্যবস্থাপক তার কনফারেন্স রুমে , চলন্ত ট্রেনে সন্তান প্রসবের সহায়তাকারীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
উল্লেখ্য যে,গত ১৬ তারিখ বৃহস্পতিবার খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে যে মহিলার বাচ্চা প্রসবের সহযোগিতা করেন ডাক্তার ফারজানা তাসমিন ৪২ তম বিসিএস সুপারিশপ্রাপ্ত উপশহর রাজশাহী, ও মুক্তা রানী কর্মকার শিক্ষা নবিশ আইনজীবী পাবনা জজ কোর্ট, ও ট্রেনে কর্মরত গার্ড, টি টি, এটেনডেন্ট, এছাড়াও যারা সহযোগিতা করেছেন। তাদের সকলকেই বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার (পশ্চিম) মিহির কান্তি গুহ, সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন।