ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের কাঁচামাল আড়তে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় ভ্রাম্যমান আদালতে এক আড়ৎ দারকে ৫ হাজার টাকা জরিমানা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের গোবিন্দ নগরস্থ সমবায় মার্কেটে তথা কাঁচামাল আড়তে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।
এসময় শহরের গোবিন্দ নগরস্থ সমবায় মার্কেটের মেসার্স আল আমিন ট্রেডার্সে ক্রয় মূল্যের সাথে সামঞ্জস্য না রেখে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির প্রমান পান ভ্রাম্যমান আদালত। এ সময় ব্যবসায়ি আব্দুল জব্বারকে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি আড়তের বেশ কিছু পাইকারী ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং তাদের ইনভয়েস চেক করেন। তিনি অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি না করতে ব্যবসায়িদের নির্দেশ দেন। ক্রয় মূল্যের সাথে সামঞ্জস্য না রেখে অতিরিক্ত দামে বিক্রি বন্ধে এ জাতীয় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান, আজকের পেয়াজের দাম অনেক বেশি জনগণের মাধ্যমে আমরা জানতে পরি। জেনে তৎক্ষনাত আমরা আড়তে আসি। এসে দেখতে পাই দেশী পেয়াজ ও ভারতীয় পেয়াজ অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। যেটি ৩৮ বা ৫০ টাকা কেজি ছিলো সেটি আজ ৭৫ টাকা বিক্রি হচ্ছে। পরে আমরা আড়তদারদের ইনভয়েজগুলো চেক করলাম। দেখা গলো গতকাল ২ হাজার টাকা মন ছিলো পেঁয়াজ। সে কেনা পেয়াজ আজকে কিভাবে এতো বেশি দামে বিক্রি হচ্ছে। সেটি দেখার জন্য আমরা এ অভিযানটা পরিচালনা করলাম। তিনি বলেন, পেঁয়াজ আমাদের একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। এসব নিত্য প্রয়োজনীয় জিনিস যেনো কেউ অযথা দাম না বাড়ায় সে জন্য আমরা সব সময় এসব নজরদারিতে রাখবো এবং জনস্বার্থে এমন ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যহত থাকবে।