ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাজার গুলোতে প্রতি কেজি আলু খুচরা বিক্রয় হচ্ছে ৪৫-৫০ টাকা দরে। এতে এক কেজি আলু কিনতে দিশেহারা হয়ে যাচ্ছে নি¤œ আয়ের মানুষরা। আলুর দাম নাগালের বাইরে থাকায় অর্থ সংকটের কারনে আলু কিনতেই পারছেনা অনেকে। বাজারের এমন পরিস্থিতি শুধু আলুতেই থমকে নেই । বাকি সব শাকসবজির দামও চড়া।
তাই বাজারের আলুর দাম বেড়ে যাওয়ায় হিমাগার গুলোতে অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।
ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মঙ্গলবার বেলা ১১ টা থেকে এ অভিযান পরিচালনা শুরু হয়। তিনি শহরের হিমাদ্রি কোল্ড স্টোরেজ ও হাওলাদার কোল্ড স্টোরেজে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা শেষে ঠাকুরগাঁও সদর উজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, অতি সম্প্রতি আলুর দাম বৃদ্ধি পাওয়ায়। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হিমাগার গুলোতে অভিযান পরিচালনা করছি। প্রতিটি হিমাগারে কারা কি পরিমাণ আলু মজুত করেছে? সেসব আমরা রেজিষ্টার দেখছি। সেই সাথে কোন অসাধু সিন্ডিকেট তৈরি হচ্ছে কিনা তারা কৃত্রিমভাবে বাজার সংকট তৈরি করছে কিনা সে বিষয়টি আমরা জানার চেষ্টা করছি। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে কোন অসাধু চক্রের দ্বারা যেনো বাজারে কৃত্রিম সংকট তৈরি না হয় সেজন্য আমরা কাজ করছি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এদিকে হিমাগার কতৃপক্ষগণ বলছে, আগষ্টের মধ্যে আলু বের হয়ে যাওয়ার কথা, কিন্তু মধ্যসস্ত ভোগীরা ইচ্ছে করেই তা বের করছে না। এখনো ৪০ শতাংশ আলু হিমাগারে আছে সংরক্ষণে। ফলে বিদ্যুত বিলের বোঝা টানতে হচ্ছে। তবে নভেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। বস্তা প্রতি ২৫০-৩০০ টাকা পর্যন্ত ভাড়ায়।
এর আগে কালিবাড়ি, রোডবাজার, শিবগঞ্জ বাজার সহ বিভিন্ন বাজারে বিক্রেতাদের সাথে কথা হলে তারা জানান, আড়ৎ থেকে আমাদের অনেক বেশি দামে কাচা মাল কিনতে হচ্ছে। এবার বন্যার কারনে অনেক ফসল নষ্ট হয়ে যাওয়ায় আমদানি তেমন হচ্ছেনা। ফলে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তবে আলু সহ সকল শাকসবজির দাম অনেক বেশি বেড়ে যাওয়ায় ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের এমন দাম বাড়লে করোনাকালে আমরা না খেয়ে মারা যাবো। আমরা নি¤œ আয়ের মানুষ- পেঁয়াজ, মরিচ, শাক সবজি যদি আমাদের এতো দামে ক্রয় করতে হয় তাহলে সংসার সন্তানাদি নিয়ে আমাদের মানবেতর জীবন যাপন করা ছাড়া আর কোন উপায় থাকবেনা। এ সময় ক্রেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিনিয়ত বাজার মনিটরিং করার জন্য আহŸান করেন।