প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২১, ১০:৫৯ এ.এম
ঠাকুরগাঁওয়ে টাকা চুরির অভিযোগে যুবকের কারাদণ্ড
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রোগীর স্বজনের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক যুবককে সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আজহারুল ইসলাম (২২) সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, সদর হাসপাতালে রোগীর স্বজনের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির সময় স্থানীয় জনসাধারণ আজহারুল ইসলামকে আটক করে। পরে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান।
ওসি বিষয়টি ইউএনওকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজহারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন। অপরাধের কথা আজহারুল স্বীকার করলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠান ইউএনও।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy