ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর ও পাওয়ার ট্রলির অতিরিক্ত হারে জরিমানা বন্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে শ্রমিকেরা।
গত বুধবার প্রধান সমন্বয়কারী জয়েনুদ্দিন ও যুগ্ম সমন্বয়কারী তাজিরুল ইসলাম সুমন সাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের কাছে প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকারী অবকাঠামো ও জনসাধারণের গৃহ নির্মাণ উন্নয়নের ক্ষেত্রে মালিকসহ প্রায় ৩০ হাজার শ্রমিক অবকাঠানো উন্নয়নের সাথে জড়িত।
আর ট্রাক্টর ও পাওয়ার ট্রলিগুলি অবকাঠামো উন্নয়নের মালামাল যেমন, বালু, ইট, রড, সিমেন্ট ও কৃষিপন্য পরিবহন করে থাকে।
কিন্তু ইদানিং উল্লেখিত পরিবহনগুলির অতিরিক্ত জরিমানা করার কারনে ৩০ হাজার শ্রমিকের আয়ের উৎস প্রায় অচল হতে বসেছে।
তাই স্থানীয় প্রশাসন স্বল্পকালীনভাবে বালু মহলগুলি সরকারী নিয়ম অনুযায়ী ইজারা দিয়ে বৃহৎ জনগনের রুজির ব্যবস্থা করে দেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি আহবান জানান শ্রমিকেরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy