ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্ব পরিচয়ের সূত্র ধরে ডেকে নিয়ে দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে- এমন অভিযোগে ভুক্তভোগী এক কিশোরীর বাবা মঙ্গলবার রাতে বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে ওই রাতেই অভিযান চালিয়ে নয়ন ও সবুজ নামে দুই আসামি গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী কিশোরীদের স্বজনরা জানায়, ময়মনসিংহের ভালুকা উপজেলায় সুতার ফ্যাক্টরিতে চাকরির সুবাদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনুয়া বানিয়াপাড়া গ্রামের আলতাফুর রহমানের ছেলে নয়নের সঙ্গে রানীশংকৈল উপজেলার এক কিশোরীর পরিচয় হয়। পূর্ব পরিচয়ের সূত্র ধরে সোমবার নয়ন মেয়েটিকে দেখা করতে বলে। পরে ওই কিশোরী তার প্রতিবেশী আরেক কিশোরীকে নিয়ে রানীশংকৈল থেকে পীরগঞ্জে এসে নয়নের সঙ্গে দেখা করে। এক পর্যায়ে কৌশলে নয়ন ও তার ৪ সহযোগী ওই কিশোরীদের সময়ক্ষেপণ করে সন্ধ্যা পর্যন্ত তাদের পীরগঞ্জে অবস্থান করায়। পরে রাতে কেমন করে যাবে এমন অজুহাতে ভিকটিমদের নয়ন তার বন্ধু সবুজের বাড়িতে নিয়ে যায়। প্রথমে সেখানে এবং পরে আখ খেতে নিয়ে নয়নসহ ৫ জন ওই দুই কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরদিন অসুস্থ অবস্থায় ধর্ষণের শিকার দুই কিশোরী বাড়ি ফিরে ঘটনার বিবরণ নিজ নিজ পরিবারের সদস্যদের জানালে মঙ্গলবার রাতে এক ভিকটিমের বাবা বাদী হয়ে পীরগঞ্জ থানায় ৫ যুবকের বিরুদ্ধে মামলা করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, মামলার পাঁচ আসামির মধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ভিকটিমদের ডাক্তারি পরীক্ষার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy