পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৪৯১ জন, যাদের মধ্যে ২৭৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ৮ জন।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বললেও জেলার অধিকাংশ মানুষই এ স্বাস্থ্যবিধি মেনে চলছেনা। হাট বাজারে ও রাস্তাঘাটে অনেকের মুখে মাস্ক লক্ষ্য করা যাচ্ছেনা। সচেতন মহল বলছেন করোনা এমন একটি রোগ যে শুধু নিজে সচেতন হলে এর রোগ থেকে পরিত্রান পাওয়া যাবেনা। এর জন্য আমার আশে পাশের প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে। সচেতনতা যেখানে এ রোগ থেকে সরে থাকার মূলমন্ত্র সেখানে অনেক মানুষ সচেতন হচ্ছেনা। প্রশাসনের কর্মকর্তারা বার বার স্বাস্থ্যবিধি মানার কথা বলছেন। মাস্ক না পড়ার কারনে জড়িমানা করছেন ভ্রাম্যমান আদালতে। তার পরেও সচেতন হচ্ছেনা মানুষ। অনেকে মাস্ক পকেটে নিয়ে ঘুরলেও মুখে তা ব্যবহার করছেনা। এমন অসচেতন থাকলে করোনা প্রতিরোধ সম্ভব নয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy