প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ১১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২০, ১১:৫০ এ.এম
ঠাকুরগাঁওয়ে পায়ু পথে মিলল তিন হাজারের বেশি ইয়াবা, দুই যুবক গ্রেফতার
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় পায়ু পথে ৩২৮০ পিচ ইয়াবা ট্যাবলেট পাচারের সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার উপজেলার চৌরাস্তা মোড়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম আতিক।
আটককৃতরা হলেন: বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকরা বেলসাড়া গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৮) ও একই গ্রামের আনসারুল হকের ছেলে তরিকুল ইসলাম (২০)।
বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম আতিক বলেন, গোপনে জানতে পারা যায় চট্টগ্রাম থেকে দুইজন যুবক পায়ু পথে ইয়াবা ট্যাবলেট নিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা আসছে। এমন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা মোড়ে পুলিশের তল্লাশী চৌকি বসানো হয়।
বুধবার সকালে চট্টগ্রাম থেকে একটি নৈশ্যকোচে করে বালিয়াডাঙ্গী উপজেলা শহরে আসলে মিজানুর রহমান ও তরিকুল ইসলামের গতিবিধি পুলিশের সন্দেজনক মনে হয়। এসময় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পায়ু পথে ছোট ছোট পুটলি বানিয়ে বিশেষ কায়দায় ইয়াবা ট্যাবলেট ঢোকানো হয়েছে বলে স্বীকার করে মিজানুর ও তরিকুল।
পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম আতিক বলেন, পরে চিকিৎসকের সহায়সতায় আটককৃত দুই যুবককে পায়ুপথ থেকে ৭টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। যাতে ৩২৮০ পিট ইয়াবা ট্যাবলেট ছিল।
তিনি বলেন, এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং আদালতে তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy