সোহাগ আলী,স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁওয়ে মরণঘাতি ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে সাংবাদিকদের মাঝে ব্যাক্তিগত স্বাস্থ্য সুরক্ষা উপকরন বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ।
শনিবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রামের আয়োজনে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আধুনিক ভিআইপি হলরুমে এ বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ, সাবেক সহ সভাপতি শাহীন ফেরদৌস, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার লিওবার্ট চিসিম সহ প্রমুখ।
সভা শেষে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রত্যেককে ৫০টি করে মাস্ক, ১০ জোড়া হ্যান্ড গ্লাভস ও একটি করে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়।
এছাড়াও পৃথক আরেকটি অনুষ্ঠানে হোমিওপ্যাথিক চিকিৎসক আশরাফুল ইসলাম ও ক্রাইম প্রতিদিন পত্রিকার যৌথ উদ্দ্যোগে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের মাঝে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিকারক হোমিও ওষুধ আর্সেনিকম আ্যলবাম-৩০ ওষুধের একটি করে ফাইল দেওয়া হয়।
করোনা ভাইরাস শুরুর দিকে ঠাকুরগাঁও জেলাতে আক্রমণের সংখ্যা কম থাকলেও বর্তমানে দিন দিন করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এমত অবস্থায় সাংবাদিকদের মাঝে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা উপকরণ করোনা মোকাবেলা ও মাঠপর্যায়ে সার্বক্ষণিক নিউজ সংগ্রহে সাংবাদিকদের নিরাপাত্তা ও স্বাস্থ্যঝুঁকি কমাতে অনেকটাই ভূমিকা রাখবে ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy