ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সংসার জীবনে স্বামী-স্ত্রীর মান অভিমান, রাগ হবে এটা সম্পর্কের আওতাভূক্ত। আবেগ আর ভালোবাসা দুটোই জীবনের অংশ। কিন্তু এমন আবেগ নয় যেটির কারনে মৃত্যুপথ যাত্রী হতে হয় জীবনকে। স্বামী-স্ত্রীর কলহের ঘটনা জের ধরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন স্বামী সাজু ইসলাম (২৫)।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের ঘনিবিষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সাজু ইসলাম ওই গ্রামের মো: শাহিন ইসলামের ছেলে।
মৃতের চাচা মো: আলতাফুর রহমান জানান, সাজু পাওয়ার টিলারের চালক ছিলেন। চার বছর আগে তাদের বিয়ে হয়। স্ত্রী স্বপ্না আক্তার রাগ করে পঞ্চগড় সদর উপজেলায় তার বাবার বাড়িতে ছিলেন। স্ত্রীকে ভালোবেসে রাগ ভাঙ্গাতে গিয়েছিলেন ফিরিয়ে আনতে। কিন্তু ফিরিয়ে আনতে অপারগ হয়ে বাড়িতে ফিরে আসেন তিনি। পরে ঘরের দরজা বন্ধ করে সিলিংয়ের সাথে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে রুহিয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy