ঠাকুরগাঁও প্রতিনিধি-
ঠাকুরগাঁও রেল স্টেশনের পাশ্ববর্তী এলাকাগুলোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ে স্টেট ডিপার্টমেন্ট। এতে করে শতশত পরিবার গৃহহারা হয়ে পড়েন। এসব গৃহহারা পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও রোড রেল স্টেশন পাশ্র্ববর্তী একটি স্কুল মাঠে এসব ক্ষতিগ্রস্থ ১ শ মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি এসকল ভূমিহীন পরিবারদের সরকারিভাবে বিকল্প বাসস্থানের ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বাস প্রদান করেন।
এসময় স্থানীয় কাউন্সিলর ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ১৪ তারিখে রেলের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা আবাসিক, মার্কেট ও দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ। এ উচ্ছেদ অভিযানের পর থেকে অনেক পরিবার মাথাগোজার ঠাই হারিয়ে এখন দিশেহারা ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy