জান্নাত মীরঃ
সঙ্গীতে আমা’র জ্ঞান অত্যন্ত সীমিত, বলতে গেলে আসলে একদমই নাই। লেজেন্ডদের কাছাকাছি থাকতে পারার সুবাদে গানের গল্প আমর’া ছোট মানুষরা টুকটাক সবাই জানি। নব্বই সালে ঢাকায় ক্রিকেট খেলতে এসে পল্টন ময়দানে বাংলাদেশ বিমানের নেটে প্র্যাকটিসে ছিলাম।
মীরপুর থেকে আসতে ‘হতো। বিসমিল্লাহ হোটেলে নাস্তা খেয়ে প্র্যাকটিসে এটেন্ড করতাম সকাল সাতটায়। ঠিক নয়টা থেকে ‘ষ্টেডিয়ামের সমস্ত অডিও দোকান গু’লোয় বাজতো ডলির সায়ন্তনীর গান। খেলায় সফলতা ভাগ্যে জোটেনি। আর্লি ম্যারে’ড সিকোয়েন্সে সাগর আর ড্রেইন একই লেভেলে ছিলো।
একসময় ডলির সাথে পরিচয় হলো। দিনশেষে আমর’া সেরা কলিগ হয়তো হয়েছি। বাংলাদেশ ডলি সায়ন্তনী’র গায়কীকে মূল্যায়ন করতে পারেনি কখনো। অবশ্য সে নিজেও একটা আন্তর্জাতিক মানের গাধা। কনকচাঁপা আপা’র দীর্ঘ সেশনের পরপর ডলিই আমা’র দৃ’ষ্টিতে এই বাংলাদেশের সেরা গায়িকা। নতুনরা অবশ্যই ভাল করছে, পুরনোদের অবদান তো অনস্বীকার্য।
ডলি একটু মুডি আর খানিক মেজাজী। এখনো গান শিখেই যাচ্ছে, কি শিখছে জানিনা, তবে ডলি এখনো নিয়মিত অনুশীলনে থাকে। সেরা সৌভাগ্য ডলি’র মত ক্ষনজন্মা একজন প্রতিভা আমা’র ভাল বন্ধু। সম্ভবত এই দেশে ডলি আমা’র কথাকেই একটু বেশী গূরুত্ব দেয়। আজ ডলির শুভ জন্ম’দিন। অনেক গান গেয়েছি আমর’া, আরো গাইবো বেঁচে থাকলে ইনশাআল্লাহ। ডলি সবসময়ই আমা’র প্রিয় এবং সেরা পছন্দের ডুয়েট গানের পার্টনার। দোয়া করি অবুঝ বাংলাদেশের অন্ধ ইন্ডা’ষ্ট্রী তাঁর মর’্যাদা বুঝুক সময় থাকতে। শুভ জন্ম’দিন প্রিয় বন্ধু আমা’র। আমা’দের সবার পক্ষ থেকে তোমা’র জন্য শুভ কামনা… You Are The Best …ভালবাসা অবিরাম…!
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy