প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৫, ১১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২১, ১০:৫১ পি.এম
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে জয়পুরহাট-বগুড়া বাইপাস সড়কের দাদড়া ফকিরপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার ধারকি বাগিচাপাড়া গ্রামের অভয় চন্দ্র সরকারের ছেলে রিপন চন্দ্র সরকার (২৫), ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের প্রফুল চন্দ্র দাসের ছেলে উজ্জল চন্দ্র দাস(২২), পাঁচবিবি উপজেলার দেবখন্ডা গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল মাহমুদ (৩৩) ও বগুড়ার শিবগঞ্জের কিচক গ্রামের অদ্দয় সরকারের ছেলে মুকুল সরকার (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) একেএম আলমগীর জাহান জানান, সংঘবদ্ধ চক্রটি জেলার বিভিন্ন সড়কে রাতে খালি পিকআপ ভ্যান নিয়ে ঘোরাঘুরি করে। সুযোগ বুঝে যাত্রীদের উঠিয়ে ফাঁকা স্থানে নিয়ে ডাকাতি করে। কখনও মালপত্র ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়। আবার কখনও যাত্রীদের খুন করে মরদেহ সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।
ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, পিকআপ ভ্যানসহ ওই চারজনকে আটক করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy