নিজস্ব প্রতিবেদক:
করোনা পজিটিভ নিয়ে গণভবনে যাওয়া ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র (এসএস ভদ্র) আপাতত অফিস করছেন না। তাকে তৃতীয় আরেকটি প্রতিষ্ঠানে পুনরায় করোনা পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেখানকার রেজাল্ট হাতে না পাওয়া পর্যন্ত তাকে অফিস করতে বারণ করা হয়েছে। তৃতীয় আরেকটি প্রতিষ্ঠান থেকে করোনা পরীক্ষা করিয়ে রেজাল্ট হাতে পাওয়ার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি আরও জানিয়েছেন, এর আগে অফিসিয়ালি তাকে শোকজ করা হয়েছে। তিনি শোকজের জবাব দিয়েছেন। জবাবের কপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর পাঠানো হয়েছে। তবে পজিটিভ হওয়ার বিষয়টি এস এস ভদ্র জানতেন না বলেও দাবি করেন মন্ত্রী।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার আরও জানিয়েছেন, আমিসহ ডিজি একই সঙ্গে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) করোনা টেস্টের জন্য নমুনা জমা দেই। ১৪ তারিখ বিকালে আমরা সেই নমুনার রেজাল্ট হাতে পাই। তাতে আমি নেগেটিভ এবং ডিজি পজিটিভ হন।
গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার জানান, আইইডিসিআরের দেওয়া রেজাল্ট শিটে ১৩ তারিখ উল্লেখ থাকলেও আমরা কেউই ১৩ আগস্ট রিপোর্ট পাইনি। আমরা রিপোর্টটি হাতে পেয়েছি ১৪ আগস্ট বিকালে। গণভবনে অনুষ্ঠানটি ছিল ১৪ আগস্ট সকালে। ১৩ তারিখ সকালে আইইডিসিআর ল্যাবটি নষ্ট ছিল বলে রেজাল্ট দেরিতে এসেছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
উল্লেখ্য, গত ১৪ আগস্ট সকালে জাতির জনকের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, ডেটা কার্ড উন্মোচন ও বিশেষ খামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে অন্যান্যের সঙ্গে তিনিও গণভবনে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে টেবিলে বসে উদ্বোধনী খাম, স্মারক ডাকটিকিট এবং ডেটা কার্ড উন্মোচন কাজে স্বাক্ষর করেছেন সেই টেবিলের পাশেই দাঁড়ানো ছিলেন সুধাংশু শেখর ভদ্র।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) করা সুধাংশু শেখর ভদ্রের করোনা পরীক্ষার রিপোর্টে তিনি ওইদিন করোনা পজিটিভ ছিলেন। করোনার সংক্রমণ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া স্বাস্থ্যবিধি অনুযায়ী যেকোনও করোনা পজিটিভ রোগীকে আইসোলেশনে থাকার কথা থাকলেও তিনি সেটা না করে গণভবনে গিয়েছেন মঙ্গলবার (১৮ আগস্ট)।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy