রায়পুর প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে ডাগেনহাম জামে মসজিদ ইউকের উদ্যোগে শীতবস্ত্র ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চর দুঃখিয়া ইউপির পূর্ব একলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গরীব, দুস্ত ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের ঢেউটিনের সাথে নগদ ২ হাজার টাকা হারে তুলে দেওয়া হয়।
জানা যায়, ৯৫ বান্ডিল টিন, নগদ ১ লাখ নব্বই হাজার টাকা ও দুইশত পিস কম্বল বিতরণ করেছে সংগঠনটি।
সহযোগিতা পেয়ে আবুল হোসেন (৫২) বলেন, আমার একটা ছেলে কারেন্টের শক খেয়ে মারা গেছে। উপার্জনক্ষম কেউ নাই। এক বান্ডিল টিন, নগদ অর্থ ও কম্বল পেয়েছি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাগেনহাম জামে মসজিদ সোসাইটির সেক্রেটারি জুনায়েদ খাঁন, বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি সানাওয়ার মিয়া (শওকত), শিক্ষা সম্পাদক আবদুর রহিম বেগ প্রমূখ। সমাজ সেবক শাহাদাত হোসেন ইমাম ও অ্যাডভোকেট জাকির হোসেন পাটোয়ারীর সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অ্যাডভোকেট দুলাল মিয়া পাটোয়ারী।
Leave a Reply