
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
Facebook Twitter Instagram share
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে জমি নিয়ে সংঘর্ষে ডাবল মার্ডার মামলায় গত দুই দিনে আরো ৯ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
Surjodoy.com
গতকাল বুধবার রাতে ৫ জন ও মঙ্গলবার রাতে ৪ জনকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ। এর দুই দিন আগে সফিকুল ইসলাম নামে এক জনকে গ্রেফতার করেন।
The Daily surjodoy
এ নিয়ে ওই ইউনিয়নের নিজ গড্ডিমারী গ্রামে পিয়াস বাবু ও শহর উদ্দিন হত্যাকান্ডে এ পর্যন্ত ১০ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
The Daily surjodoy
গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার সোহরাব আলীর পুত্র মোবারক হোসেন, মোবারক হোসেনের স্ত্রী শিরিন আক্তার, ফজল হকের পুত্র আমিনুর ইসলাম ও আমিনুর ইসলামের স্ত্রী জয়ফুল নেছা, কাদের আলীর স্ত্রী সারবানু,
The Daily surjodoy
ঈদ্রিস আলীর পুত্র সফিকুল ইসলাম, মফিজুল ইসলামের পুত্র রেজাউল করিম, মফিজুল ইসলামের স্ত্রী মজিরন নেছা, সফিকুল ইসলামের পুত্র ইউসুফ আলী ও পার্শ্ববতী পশ্চিম বেজগ্রাম এলাকার দিদার আলীর স্ত্রী সাহেরা বেগম।
The Daily surjodoy
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১০ মে ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোহরাব আলী ও দুলাল হোসেন নামে ২ ব্যক্তির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে পিয়াস বাবু (২১) ও শহর উদ্দিন (২৭) নামে দুই ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় দুইটি হত্যা মামলা দায়ের হয় হাতীবান্ধা থানায়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply