প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৪:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২০, ১২:৩৯ এ.এম
ডিএনসির অভিযানে ৪,৪৫০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা পাচারকারী আটক
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর পাশের সিঁড়ির সামনে ও ৪ নং কেসিদে রোডস্থ লায়েক আলী বিল্ডিং এর সামনে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪,৪৫০ পিস ইয়াবা উদ্ধারসহ দুই ইয়াবা পাচারকারীকে আটক করেছে ডিএনসি চট্টগ্রাম মেট্রো কার্যালয়।
গতকাল মঙ্গলবার ২০ অক্টোবর দিনব্যাপী অভিযান চালিয়ে দুই ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে বলে জানান ডিএনসি মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান। মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক মিথুনের সমন্বয়ে ডবলমুরিং সার্কেল পরিদর্শক মোঃ লোকাশীষ চাকমা এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর পাশে সিঁড়ির সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে মোহাম্মদ খুবাইর(৩২) নামে একজনকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর দেহ তল্লাশি করে ১,৫০০(এক হাজার পাঁচশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানার একটি নিয়মিত মামলা দায়ের করা হয় ।
অপর আরেকটি অভিযানে ডবলমুরিং সার্কেল উপ পরিদর্শক মোঃ আব্দুল মতিন কোতোয়ালি থানাধীন ৪ নং কেসিদে রোডস্থ লায়েক আলী বিল্ডিং এর সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে মোহাম্মদ হেলাল হোসেন (২৮) নামে এক জনকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ২৯৫০(দুই হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উপ পরিদর্শক মোঃ আব্দুল মতিন বাদী হয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
মাদক বিরোধী অভিযান আরো জোরদার করা হবে বলে জানান মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy