নিউজ ডেস্ক
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ রয়েছে। এই আইনের সংশোধন চায় তারা।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে সচিবালয়ে আইনমন্ত্রীর সাথে বৈঠকের পর এসব কথা জানিয়েছেন ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের বিশেষ দূত ইমোন গিলমোর।
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে, এরপর সংসদে পাশ হবে। এ তথ্য ইইউ’র বিশেষ দূতকে জানানো হয়েছে।
ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের বিশেষ দূত ইমোন গিলমোর বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইইউ’র উদ্বেগ আছে। সাংবাদিকসহ অনেকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ইইউ এই আইনের সংশোধন চায়। লেবার আইনের সংশোধন চায় ইইউ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উপর ইউরোপীয় দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগ অনেকাংশেই নির্ভার করে। ইইউ আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কিনা, তা প্রতিনিধি দলের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত জানানো হবে। এর বেশি কিছু বলতে চাই না।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ইইউ’র সাথে সম্পর্ক আরও জোরদার হবে। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনা হয়েছে। এটা সংশোধন হবে। আগামী সেপ্টেম্বরে সংশোধন হবে, সংসদে পাশ হবে। প্রস্তাবিত ডাটা প্রটেকশন আইন নিয়ে আলোচনা হয়েছে। ইসি নিয়ে নতুন আইন হয়েছে। এটা ইইউ’কে জানানো হয়েছে।