সিলেটের সীমান্ত এলাকা কানাইঘাট থানাধীন লাখাইরগ্রামে অভিযান ৮৪০০০ শলাকা আমদানী নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির বিড়ি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে সীমন্ত এলাকায় ধারাবাহিক চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২১ জুন/২০২১) বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় কানাইঘাট থানাধীন সীমান্ত এলাকা লাখাইরগ্রামে একটি বাড়িতে অভিযান চালায়।
এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের সামনে বাড়ি তল্লাশি করে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আনা আমদানী নিষিদ্ধ চার কার্টুন ৮৪০০০ শলাকা নাসির বিড়ি উদ্ধার করে জব্দ করে। উদ্ধারকৃত নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষাধিক টাকা। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই আবুল হোসেন বাদী হয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ করতে ডিবি বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে চোরাচালনের মাধ্যমে আসা বিপুল পরিমান নাসির বিড়ি উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে ডিবি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy