মোঃ শাহিনুর রহমান শাহিন
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৮০ বোতল ফেনন্সিডিল উদ্ধার হয়েছে।
বুধবার দিবাগত রাতে দেবহাটা উপজেলার বহেরা উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক উদ্ধার করা হয়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টেরপেয়ে চিহ্নিত মাদক চোরাকারবারি মোঃ আমানিউল্ল্যা(৩৫) পালিয়ে যায় বলে জানিয়েছে ডিবি পুলিশ।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের নির্দেশনায় দেবহাটা থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বহেরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা পুলিশের এসআই রুবেল আহমেদ, এএসআই বিএম তৌহিদুজ্জামান, সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযানে চালালে পলাতক আসামি বহেরা উত্তর পাড়ার মোঃ মাহবুর আলম (৪০) ও মোঃ আমানিউল্ল্যার(৩৫) কাছে থাকা ১৮০ বোতল ফেনন্সিডিল রেখে ফেলে পালিয়ে যায়।
ডিবির ওসি আরো জানান,এব্যাপারে ফেন্সিডিল উদ্ধারসহ দেবহাটা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(গ) এর ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৯,তারিখ-২৬/০৯/২০২৪।পালাতক আসামী মোঃ মাহবুর আলম পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy