ডিমলায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা
রেখা মনি ,নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৫ আগস্ট, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস' পালনের নিমিত্তে ডিমলা উপজেলা হলরুমে এক প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা ছিদ্দিকা, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,ডিমলা থানার ওসি তদন্ত বিশ্বদেব রায়, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সারোয়ার আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাশ, উপজেলা মৎস অ ছেলে অফিসার শামীমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার পুরবী রানী, উপজেলা সহকারী প্রোগ্রামার (ব্যানবেইস) রেদোওয়ানুর রহমান, ডিমলা মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, ডিমলা বিএমআই এন্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, স্থানীয় সংবাদ কর্মীবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে সকাল ৬ টায় জাতীয় পতাকা উত্তোলন ( অর্ধনমিত) , সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পশ্রদ্ধা অর্পণ, অতঃপর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বঙ্গবন্ধুর ছবি চিত্রাংকন প্রতিযোগিতা এবং কলেজ পর্যায়ে ছাত্রছাত্রীদের নিয়ে বঙ্গবন্ধু ও স্বাধীনতা' নিয়ে উপজেলা শিল্পকলা একাডেমিতে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।