ডিমলায় বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ
রেখা মনি ,নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী রত্নগর্ভা জননী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব -এঁর ৯১তম শুভ জন্মদিন ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পশ্রদ্ধা অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে ।
রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমর্সুচিতে অংশগ্রহণ করে ৬ জন দুস্থ নারীকে ৬টি সেলাই মেশিন প্রদান করেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা ছিদ্দিকা, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেকেন্দার আলী প্রমুখ।
Leave a Reply