শিব-বি শিহাবঃ
ডিরেক্টরস গিল্ডের ২ বছর মেয়াদের নির্বাচনে সভাপতি পদে ২৭১ ভোট পেয়ে শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক পদে ২২২ ভোট পেয়ে ফরিদুল হাসান নির্বাচিত হয়েছেন।
সহসভাপতি পদে রাশেদা আক্তার নাজুক, ফিরোজ খান ও সকাল আহমেদ,,যুগ্ম সাধারণ পদে তুহিন হোসেন ও দীন মোহাম্মাদ মন্টু নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে জুয়েল হাসান ২৫৩ ভোট, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিপন ২২৬, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা রনি ২৫৩, প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক গাজী আপেল মাহমুদ ২৬৮, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় বড়ুয়া ২২৩, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক প্রীতি দত্ত ২২১ ও দপ্তর সম্পাদক পদে ২৯৫ ভোট পেয়ে সাইদ রহমান নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী পদে সাগর জাহান ২৮৪ ভোট, চয়নিকা চৌধুরী ২৬৯, মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ ২৬৪, গীতালি হাসান ২৩৯, লিটু করিম ২২৮, শিহাব শাহীন ২২৮ ও হাসান রেজাউল ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
Leave a Reply