আবুল হাসেম, চট্টগ্রাম : ১ সেপ্টেম্বর : চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের ১৫টি পৌরসভার নির্বাচন আগামী ডিসেম্বরে অনুষ্টিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় এ উপলক্ষে ইতিমধ্যে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে।
পৌরসভার মেয়াদকাল শেষ হওয়ার ৯০ দিন আগে নির্বাচনের বাধ্যবাধকতা থাকায় মেয়াদ শেষের অপেক্ষায় থাকা পৌরসভা গুলোতে আগামী ডিসেম্বর থেকে ফেব্র“য়ারীর মধ্যে ভোট গ্রহন সম্পন্ন করতে হবে। সে কারনে নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরকে উপযূক্ত সময় হিসাবে ভাবতে শুরু করেছে। তবে নির্বাচনে ভোট গ্রহনের তারিখ শিক্ষা প্রতিষ্টান খোলা ও পরীক্ষার তারিখ বিবেচনায় রেখে নির্ধারণ করা হবে।
এ বারের পৌরসভা নির্বাচনের সকল কেন্দ্রে ইভিএম ব্যবহারের কথা চিন্তা করছে নির্বাচন কমিশন। কোন কারণ বশত: সকল কেন্দ্রে ইভিএম ব্যবহার করতে না পারলে গত বারের চেয়ে বেশি কেন্দ্রে ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোট গ্রহন করা হবে।
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের যে ১৫ টি পৌরসভায় আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে, সে গুলো হচ্ছে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুন্ড, মিরসরাই, বারাইয়ার হাট, সন্ধীপ, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি সদর, মাটিরাঙ্গা, রাঙ্গামাটি সদর, বান্দবান সদর ও লামা পৌরসভা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy