কামরুল হাসান মহানগর প্রতিনিধি,
ডেঙ্গুতে আক্রান্ত আরো ১৮৮ জন হাসপাতালে
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১৮৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৫৮ জন ঢাকার এবং ৩০ জন বাইরের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম শনিবার এসব তথ্য জানিয়েছে।
এদিকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৬৮ জন। অক্টোবরের প্রথম দুই দিনেই হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৫৩ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৭৯৪ জন। বাকি ২১০ জন অন্য বিভাগের।
গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ১৮ হাজার ৫৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৪৭৮ জন।