ঢাকা জেলার আশুলিয়া ও রাজধানীর তেজগাঁও এলাকায় পৃথক পৃথক অভিজান চালিয়ে ৯৫০০ পিস ইয়াবা ও ১৮৮ বোতল ফেনসিডিল সহ ২ জন মাদক কারবারি'কে গ্রেফতার করেছে র্যাব-৪।
মঙ্গলবার (৫ ডিসেম্বর ) তারিখে রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে বগুড়া জেলার মোঃ বকুলকে আটক করে এসময়ে তাহার নিকট তল্লাশি চালিয়ে ৯,৫০০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিনে বিকালে র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর তেজগাঁও থানাধীন পূর্ব রাজাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে বরগুনা জেলার সুনীল চন্দ্র হালদারকে আটক করা হয়।এসময়ে তাহাকে তল্লাশি চালিয়ে ১৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়া ও রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
গ্ৰেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy